সাতক্ষীরায় বিদেশী পিস্তল,গুলি ও রুপাসহ তরিকুল ইসলাম আটক
- আপডেট সময় : ০৫:১৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪ ৩২ বার পড়া হয়েছে
সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় কাকডাংগা সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও রুপার গহনাসহ একজন আটক হয়েছে। আটক ব্যক্তির নাম মোঃ তরিকুল ইসলাম (৪০)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালি গ্রামের মৃত-লুৎফর রহমানের ছেলে। এসময় পালিয়ে গেছে তরিকুল ইসলামের সহযোগী মোঃ আব্দুল গফ্ফার (৪৫)। পলাতক আব্দুল গফফার একই উপজেলার পূর্ব ভাদিয়ালি গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক আশরাফুল হক (পিবিজিএম, পিএসসি, জি) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১টি বিদেশী পিস্তল (কপি, মেইড ইন ইউএসএ নামাঙ্কিত), ৩ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন। এছাড়া ১.৯৯৫ কেজি রুপার গহনা আটক করা হয়েছে ঐ অভিযানে।
অধিনায়ক আশরাফুল হক জানান, শুক্রবার (২৩ আগস্ট ২০২৪ ইং ) প্রথম প্রহরে রাত ২টার দিকে তাঁর সার্বিক দিক নির্দেশনায় একটি বিশেষ আভিযানিকদল একজন আসামীসহ ১টি বিদেশী পিস্তল (কপি, মেইড ইন ইউএসএ নামাঙ্কিত), ৩ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন এবং ১.৯৯৫ কেজি রুপার গহনা আটক করা হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, সাতক্ষীরাস্থ কাকডাঙ্গা বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৭ আরবি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ ভাদিয়ালী এলাকা দিয়ে অস্ত্র-গোলাবারুদ ও রুপা বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আগমন করবে—এমন সংবাদ প্রাপ্তির পর কাকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার মোঃ আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে একটি চৌকস আভিযানিকদল উক্ত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় আভিযানিকদল উক্ত স্থান হতে বাংলাদেশী নাগরিক মোঃ তরিকুল ইসলাম (৪০) কে আটক করে এবং তাঁর সহযোগী মোঃ আব্দুল গফ্ফার (৪৫) পালিয়ে যায়।
পরবর্তীতে আটককৃত তরিকুল ইসলামকে তল্লাশী করে তার ব্যাগে রক্ষিত ১টি বিদেশী পিস্তল (কপি, মেইড ইন ইউএসএ নামাঙ্কিত), ৩ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন ও ১.৯৯৫ কেজি ভারতীয় রুপার গহনা উদ্ধার করা হয়।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তরিকুল ইসলাম জানায় তাঁর বিরুদ্ধে কলারোয়া থানায় ৪টি মাদক মামলা রয়েছে। এছাড়া পলাতক আব্দুল গফফারের বিরুদ্ধে ২টি অস্ত্র মামলা রয়েছে।
এ ঘটনায় কলারোয়া থানায় মামলা দায়ের করতঃ আটককৃত ব্যক্তি ও অস্ত্র-গোলাবারুদ থানায় হস্তান্তর এবং রুপার গহনা সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে বলে জানান সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক আশরাফুল হক।