সাতক্ষীরায় বালিথা গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে ইমামসহ ৪ জনকে কুপিয়ে জখম, ২ জনের অবস্থা আশংকা জনক।
- আপডেট সময় : ০৮:১১:৩২ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪ ১৯ বার পড়া হয়েছে
জি এম আমিনুল হক: জমিতে লাগানো গাছ কাটতে বাধা দেওয়ায় প্রতিপক্ষের সশস্ত্র হামলায় একই পরিবারের চারজনকে হত্যার উদ্দেশ্য কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার বালিথা শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। জখমীরা হলেন বালিথা শেখপাড়া গ্রামের দাউদ আলী শেখ (৬৫), তার স্ত্রী হাফিজা খাতুন (৬০), ছেলে হাফিজুল ইসলাম (৩৫) ও আব্দুল্লাহ শেখ (৩০)।
জখমীদের স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে আশংকা জনক অবস্থায় ভর্তি করা হয়েছে।স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দাউদ আলী শেখের জমিতে তারই লাগানো একটি মেহগনি গাছ জোরপূর্বক কাটতে যায় একই গ্রামের প্রতিপক্ষ ইনসাফ শেখ (৫০), স্ত্রী আকলিমা ওরফে মোসলেমা (৪৫) ও তার ছেলে মোজাহিদ শেখ(২৮), আজিজুল শেখ(৪০) ও তার ছেলে মাহফুজ শেখ(২০), আবু বক্কারের ছেলে মফিজুল বাবু (৩৮)সহ অজ্ঞাতনামা কয়েকজন।
দেশীয় অস্ত্র দা, কুড়াল, শাবল নিয়ে তারা গাছটি কাটতে গেলে দাউদ আলী শেখ ও তার দুই ছেলেসহ স্ত্রী বাধা দেয়। এসময় প্রতিপক্ষরা হত্যার উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে উপুর্যুপরি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। জখমীদের উদ্ধার করে স্থানীয়রা সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছে।
সাতক্ষীরা সদর হাসপাতাল সূত্র জানায়, জখমীদের মাথায় ও হাতে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আঘাত করা হয়েছে। জখমীদের প্রত্যেকের অবস্থা গুরুতর এবং ২ জনের অবস্থা আশংকা জনক। তাদের প্রত্যেকের মাথায় ১০থেকে ১৫টি পর্যন্ত সেলাই দিতে হয়েছে।
সাতক্ষীরা সদর থানার কর্তব্যরত অফিসার ইনচার্জ শামিনুল হক জানান – বালিথায় ৪ জনকে কুপিয়ে মারাত্মক জখমের ঘটনায় এজাহার পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। ঘটনা সত্য হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এব্যাপারে ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ীর ইনচার্জ এস আই ইসমাইল হোসেন জানান- আমি ঘটনা স্থলে গিয়েছিলাম,ঘটনা সত্য হওয়ায় ওসি সাহেবকে জানিয়েছি এবং এব্যাপারে নিয়মিত মামলা হবে।