সাতক্ষীরায় দুই দিন ব্যাপী আবহমান বাংলা সাংস্কৃতিক উৎসব ১৪২৯ এর জমকালো সমাপনী
- আপডেট সময় : ১১:০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ ২৬৭ বার পড়া হয়েছে
মাহফিজুল ইসলাম আককাজ : “সাংস্কৃতিক মহত্ব প্রকাশ পায় উৎসবের মাধ্যমে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় মহান বিজয়ের মাসে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুই দিন ব্যাপী আবহমান বাংলা সাংস্কৃতিক উৎসব ১৪২৯ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) রাতে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সংগঠনের সভাপতি নাসরীন খান লিপির সভাপতিত্বে আবহমান বাংলা সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ- কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটি ভারতের সভাপতি স্বাতী দাস, সাধারণ সম্পাদক আশিস সরকার, বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক শামীমা পারভীন রত্না, বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ খুলনার সভাপতি এনামুল হক বাচ্চু, বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ ঢাকার সভাপতি প্রনবকে মুখার্জী, বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, বিশিষ্ট অভিনেত্রী পাপিয়া অধিকারী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম মহি, বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার যুগ্ম সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান উজ্জ্বল, সংগীত শিক্ষক মো. শহিদুল ইসলাম, সংগীত শিল্পী মনজুরুল হক, ব্যাংকার আক্তারুজ্জামান কাজল, ফারহা দীবা খান সাথী, রুমা রানী বরকন্দাজ, বিশিষ্ট নৃত্য শিল্পী নাহিদা পারভীন পান্না, লিটন শিকদার প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ শেখ মুসফিকুর রহমান মিল্টন।