তালায় যাত্রীবাহী বাসে ছিনতাই কালে এক ইউপি সদস্য আটক
- আপডেট সময় : ০১:০৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪ ৭০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি: তালার খলিশখালী ইউনিয়নের দুই ওয়ার্ডের ইউপি সদস্য ও অজ্ঞান পার্টির মূলহোতা সবুজ সরদার (৪১) যাত্রীবাহী বাস থেকে দেড় লক্ষ টাকা ছিনতাইকালে জনগণ হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
ঘটনাটি ঘটেছে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা-পাইকগাছা সড়কে যাত্রীবাহী বাসে।
ঘটনার ভুক্তভোগী সাতক্ষীরার আশাশুণী উপজেলার প্রতাপনগরের রুহিয়ার বিলের (শ্রীপুর) মুজিবর সানার ছেলে মো: ইস্রাফিল সানা (৩৪)।এসময় তাকে অচেতন অবস্থায় যাত্রীরা উদ্ধার করে কপিলমুনি হাসপাতালে ভর্তি করেছে।
স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ইস্রাফিল চুকনগর থেকে মোটরসাইকেল কিনতে চাচাতো ভাই ও ভাতিজাকে নিয়ে চুকনগর যাওয়ার উদ্দেশ্যে পাইকগাছা জিরো পয়েন্ট থেকে যাত্রীবাহী বাসে ওঠেন। পথিমধ্যে যাত্রীবেশে পাশের সিটে বসা সবুজ সরদার তার নাকে-মুখে চেতনানাশক স্প্রে ও বিস্কুট খাইয়ে তাকে অজ্ঞান করে। এতে মূহুর্তেই অচেতন হয়ে পড়ে সে। এসময় পাশের যাত্রীসহ বাসে থাকা তার স্বজনরা বিষয়টি প্রত্যক্ষ করে সবুজকে হাতে-নাতে আটক ও ইস্রাফিলকে কপিলমুনি হাসপাতালে ভর্তি করে। পরে কপিলমুনি ক্যাম্প পুলিশ তার কাছ থেকে ১লক্ষ ৪৫ হাজার টাকা উদ্ধার করে।
পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান বলেন, আটক সবুজ সরদার তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য। তার বিরুদ্ধে তার বিরুদ্ধে ইতোপূর্বেও অজ্ঞান করে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার ৪টিসহ মোট ৫টি মামলা রয়েছে।