আশাশুনিতে নিরাপদ আম উৎপাদন বিষয়ক কৃষক ব্রিফিং
- আপডেট সময় : ১২:১৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ ২৬ বার পড়া হয়েছে
বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো: আশাশুনিতে নিরাপদ আম উৎপাদন বিষয়ক কৃষক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কৃষক প্রশিক্ষণ মিলনায়তনে এ ব্রিফিং এর আয়োজন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির আয়োজনে অনুষ্ঠানে ব্রিফিং করেন, কৃ্ষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার অতি: উপ পরিচালক (শস্য) কৃষিবিদ ইকবাল আহমেদ, অতিরিক্ত উপ পরিচালক (পিপি) জামাল উদ্দীন, আশাশুনি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম। এসময় এইডি আব্দুল্লাহ আল মাসুদ, এসএপিপিও মোঃ বিল্লাল হোসেন, উপ সহকারী কৃষি অফিসার তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আম উৎপাদন, পরিচর্চা, আমার ভাঙ্গার সময়কাল, বাজারজাতসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আশাশুনিতে দুটি পানি বিশুদ্ধকরণ
প্লান্ট উদ্বোধন
বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো:
আশাশুনিতে দুটি পানি বিশুদ্ধকরণ প্লান্ট উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় সদর ইউনিয়নের জেলেখালী দয়ারঘাট গ্রামে একটি প্লান্টের উদ্বোধন করা হয়।
বিল্ডিং রেজিলিয়েন্স থ্রো ক্লাইমেট চেঞ্জ এড্যাপটেশন এন্ড প্রোমোটিং সাসটেইনেবল লাইভলিহুডস্ প্রকল্পের আওতায় সাইন অব হোপ ও বি এম জেড এর সহযোগীতায় এবং বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের বাস্তবায়নে প্লান্ট স্থাপন উদ্বোধন করা হয়। প্রকল্পের কৃষিবিদ ইমরুল হাসানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের পরিচালক স্টিভ কস্তা। আলোচনা সভা শেষে জেলেখালি দয়ারঘাটে সর্বসাধারণের জন্য স্থাপিত পানি বিশুদ্ধকরণ প্লান্ট উদ্বোধন করেন দক্ষিণ বঙ্গের ডিএস ও বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের বোর্ড সেক্রেটারি রেভারেন্ড অঞ্জন মোশী বোস। এছাড়া কুল্যা ইউনিয়নের বাইনবসত প্লান্ট উদ্বোধন করা হয়। এসময় প্রকল্প সমন্বয়কারী ফ্রান্সিস মিঠুন সরকার, ট্রেনিং অফিসার মাইকেল বিশ্বাস, হিসাবরক্ষক উত্তম কুমার সানা, ইউপি সদস্য তারক চন্দ্র মন্ডল ও ন্যাজ্যারীণ মিশনের বিভিন্ন চার্চের পালকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিটি প্লান্ট নির্মান কাজে ব্যয় হয়েছে প্রায় ৭ লক্ষ টাকা করে। প্লান্ট থেকে প্রতি ঘন্টায় ৫০০ লিটার করে বিশুদ্ধ পানি সাপ্লাই করা যাবে। প্রতি ৩০ লিটার ড্রামেরর পানির মূল্য নেয়া হবে ৮/১০ টাকা করে। প্রত্যেক প্লান্ট থেকে প্রতিদিন ২/৩ শত পরিবারকে পানি সরবরাহ করা সম্ভব হবে বলে জানাগেছে।
আশাশুনিতে ৯৫ পূজা মন্ডপে
সরকারি সহায়তা প্রদান
বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো:
আশাশুনি উপজেলার ১১ ইউনিয়নের শারদীয় দুর্গা পূজা মন্ডপে সরকারি সহায়তার অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় আশাশুনি সদর দূর্গা মন্দির চত্বরে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম। পরিষদের সেক্রেটারী রনজিৎ কুমার বৈদ্যর সঞ্চালনায় অনুষ্ঠানে হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের আহবায়ক গোপাল কুমার মন্ডল, উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন, যুগ্ম আহবায়ক শেখ আঃ রশিদ, রতন কুমার অধিকারী, সুরঞ্জন কুমার ঢালী, পরিমল কুমার দাশ, উদয় কান্তি বাছাড়, প্রফেসর হিরুলাল বিশ্বাস, মিনাল কান্তি স্বর্ণকার প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলার ৯৫টি পূজা মন্ডপের জন্য ২০ হাজার ৫০০ টাকা করে অনুদান হস্তান্তর করা হয়।
আশাশুনির কুল্যায় প্লাবিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ
বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো:
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের অসহায় বন্যা প্লাবিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার বিকাল ৩টায় ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বাবলুর মোড়ে এ ত্রাণ বিতরণ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ কাজ পরিচালনা করেন। এসময় কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকি পলাশ, ইউপি মেম্বার আব্দুর রশিদ ও কাদাকাটি ইউনিয়ন বিএনপি’র সভাপতি তুহিন উল্যাহ তুহিন উপস্থিত ছিলেন।
আশাশুনিতে শারদীয় দুর্গাপূজা
পূজা মন্ডপ পরিদর্শনে কর্মকর্তাবৃন্দ
আশাশুনি সংবাদদাতা ঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আশাশুনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন স্ব স্ব ইউনিয়নের দায়িত্বে থাকা ট্যাগ অফিসারবৃন্দ।
বুধবার বিকালে আশাশুনি উপজেলার ১১টা ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করা হয়।
এ সময় পূজা মন্ডপের আইনশৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন তারা।
উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় ও সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন পৃথক পৃথক ভাবে বিভিন্ন ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় তারা পূজা কমিটি, দায়িত্বে থাকা আনসার, ভিডিপি ও গ্রাম পুলিশদের সাথে কথা বলেন এবং সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজ খবর নেন।
কুল্যা ইউনিয়নের বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন ও নিরাপত্তা সদস্য এবং পূজা উদযাপন পরিষদের সদস্যদের সাথে মতবিনিময় করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, বুধহাটা ইউনিয়নের ৫টা পূজা মন্ডপ পরিদর্শন ও নিরাপত্তা সদস্য এবং পূজা উদযাপন পরিষদের সদস্যদের সাথে মতবিনিময় করেন উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম। আশাশুনি সদর ইউনিয়নের বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন ট্যাগ অফিসার আক্তার ফারুক বিল্লাহ। কাদাকাটি ইউনিয়নের বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, শ্রীউলা ইউনিয়নের বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান প্রমূখ।