রাত পোহালেই ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির নির্বাচন:চারিদিকে সাজ সাজ রব
- আপডেট সময় : ১২:১৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ ২৫ বার পড়া হয়েছে
জি এম আমিনুল হক: রাত পোহালেই বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর- ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্য বাজার এলাকায় পোস্টার, ব্যানার, ফেস্টুন ও প্লাকাডে ছেয়ে গেছে বাজারের চারিদিক।
তপশীল ও নির্বাচনী আচারন বিধি অনুযায়ী বৃহস্পতিবার রাত বারোটায় প্রার্থীদের প্রচার প্রচারণাআনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেছে। এবার নির্বাচনকে ঘিরে ব্রহ্মরাজপুর বাজারের প্রার্থী ও ভোটারসহ সর্বস্তরের মানুষের মধ্য ভিন্ন মাত্রা যোগ হয়েছে । প্রায় ১ কিলোমিটারের বেশি দৈর্ঘ্য এ বাজারের প্রধান সড়কসহ প্রতিটি অলিগলি ছেয়ে গেছে পোস্টার, ব্যানার,ফেস্টুন ও প্লাকাডে।
সাথে ঝুলছে ছবি সম্মিলিত প্রার্থীদের প্রতীক।প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনী প্রচারণায় আনন্দ ও উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে প্রার্থীরা বারংবার ছুটে চলেছে ভোটারদের মাঝে।গত রাত বারোটার পর থেকে নির্বাচনী তফসিল অনুযায়ী প্রার্থীদের প্রচার প্রচারণা শেষ হয়ে গেছে।ভোট চাওয়ার পাশাপাশি দোয়া ও সমর্থন চাওয়া শেষ হয়ে গেছে প্রার্থীদের। ভোটারদেরও দিয়েছেন বিভিন্ন ধরনের উন্নয়নের প্রতিশ্রুতি ও সমস্যা সমাধানের আশ্বাস।
কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত উন্নয়নের ফুলঝুরি নিয়ে প্রার্থীরা ছুটে চলেছে ভোটারদের দ্বারে দ্বারে। এবারের নির্বাচনী যুদ্ধে প্রার্থীদের মাঝে হাড্ডা হাড্ডি লড়াই হবে বলে একাধিক প্রার্থী, ভোটার ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে। কারা হবেন আগামী তিন বছরের জন্য ধুলিহর- ব্রহ্মরাজ পুর বাজার বণিক সমিতির অভিভাবক এ নিয়ে শেষ মুহূর্তে বাজার এলাকার সর্বত্রই বিরাট জল্পনা- কল্পনা চলছে প্রার্থী, ভোটার ও সাধারণ মানুষের মাঝে।
আগামীকাল ১৬ নভেম্বর (শনিবার) ব্রহ্মরাজপুর বাজার বনিক সমিতির ভোট সকাল ৮টা হতে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ করা হবে। আহবায়ক কমিটির তথ্যানুসারে ব্রহ্মরাজপুর বাজার বনিক সমিতির ত্রি বার্ষিক নির্বাচনের সকল কার্যক্রম এবার বি ডি এফ প্রেসক্লাব থেকে পরিচালনা করা হচ্ছে। এবার নির্বাচনে মোট ৬৩২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।নির্বাচন কমিশনের দেওয়া তথ্য মতে এবার নির্বাচনে১৫ টি পদের মধ্যে ইতোমধ্যে
বিনা প্রতিদ্বন্দ্বীতায় ৭জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হচ্ছে কোষাধ্যক্ষ পদে মোঃ শহিদুল ইসলাম ও দপ্তর সম্পাদক পদে মোঃ আবুল হোসেন বাবলু এবং সদস্য পদে মো: রবিউল ইসলাম, মিজানুর রহমান বাবু, মোহাম্মদ বাবর আলী, রবিউল ইসলাম ও আব্দুস সালাম ।এদিকে সভাপতি পদে মোঃ আ: রশিদ- হরিণ, ও গোলাম মোস্তফা বাবু -ছাতা,সহ- সভাপতি পদে ইব্রাহিম হোসেন সিলিং ফ্যান, মনিরুল ইসলাম আনারস, সলেমান সরদার -চেয়ার, আলমগীর হোসেন- দেয়াল ঘড়ি, সাধারণ সম্পাদক পদে নাজমুল হোসেন -মোরগ, মুকুল সরদার -ফুটবল, শেখ বাদশা -তালা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এস এম কাজল- ডাব, শেখ লুৎফর রহমান- মই, সাংগঠনিক সম্পাদক পদে কবিরুল ইসলাম -কলম, আমিরুল ইসলাম খোকন- মাছ, প্রচার সম্পাদক পদে সাদ্দাম হোসেন- মাইক, মামুন হোসেন -আম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে আব্দুল কুদ্দুস- হাতি, মোঃ সবুজ গাজী -ঘোড়া প্রতিক পেয়ে এবার নির্বাচনের মাঠে হাড্ডাহাড্ডি লড়াই করছেন।কারা বসবেন ধুলিহর ব্রহ্মরাজপুর বাজার কমিটির ক্ষমতার মসনদে তা জানতে আগামী কাল ভোট গননা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।