সংবাদ শিরোনাম ::
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৪৮:০১ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
নেই কোনোটা দেশে
আয়াজ আহমদ মাঝারভূঁইয়া
হাইলাকান্দি, আসাম।
কেউ বলে না পক্ষে কথা
রক্ষে না কেউ এসে,
অস্ত্র লাগে বস্ত্র লাগে
নেই কোনোটা দেশে।
শিবির পেতে পাইনি খেতে
পেটটা ভরি পাথরে,
মাতৃ-শিশুর স্বাস্থ্যহানি
জঠর জ্বালা কাতরে।
ধূ ধূ মরুর পাষাণ বুকে
মরছি জ্বলে-পুড়ে,
নেই এখানে গাছের ছায়া
ঝর্ণা পাহাড় চূড়ে।
নেই এখানে স্নিগ্ধ শোভন
ভোরের পবন আলো,
মুক্তিকামী যুগের নকিব
দ্বীনদারিতে ভালো।