সেনাবাহিনীর অভিযানে থানা থেকে লুট হওয়া পিস্তল সহ মুকুল ও আরিফুল আটক
- আপডেট সময় : ১১:৩১:৪১ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪ ১৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা থানা থেকে লুট হওয়া পিস্তল, গোলাবারুদ, ম্যাগাজিনসহ দুই ব্যক্তিকে আটক করে সদর থানায় সোপর্দ করেছে সেনাবাহিনীর সদস্যরা।
সোমবার ও মঙ্গলবার সাতক্ষীরার কুচপুকুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, কুচপুকুর এলাকার শাহাজাহান আলীর ছেলে মুকুল হোসেন ও নজরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম।
সাতক্ষীরা সেনা ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, লেফটেন্যান্ট সাকিবের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল শহরের কুচপুকুর এলাকায় ৪ নভেম্বর ভোর রাতে অভিযান চালায়। অভিযানে আটক হন মুকুল হোসেন।
তার স্বীকারোক্তিমতে মঙ্গলবার ভোররাতে গত ৫ আগস্ট সদর থানা থেকে লুট করা অস্ত্র ও গোলাবারুদসহ আরিফুল ইসলামকে আটক করা হয়।
এসময় আরিফুলের কাছ থেকে একটি নাইন এম এম পিস্তল, এক রাউন্ড গুলি ও ম্যাগজিন, তিনটি পাসপোর্ট, এক লাখ ইরাকি দিনার ও দুই লাখ দুই হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া একটি আন্তর্জাতিক মানের ড্রাইভিং লাইসেন্সও জব্দ করা হয়।
সাতক্ষীারা থানার ওসি সাইফুল্লাহ বলেন, ‘আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।’