সাতক্ষীরা সীমান্তে ১জন আসামীসহ প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বার আটক

- আপডেট সময় : ০২:১১:২৮ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ১১ বার পড়া হয়েছে
মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা : গত রবিবার ৯ই মার্চ সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবির অধিনায়ক, বিএ-৬৩৮০ লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় একটি বিশেষ আভিযানিক দল একটি ইজিবাইক-সহ ১জন আসামী ও ১ কেজি ৮০০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বার আটক করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরা ঝাউডাংগায় বিশেষ ক্যাম্প এর দায়িত্বাধীন সীমান্ত শূন্য লাইন হতে ৮ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আবাদের হাট এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে রওয়ানা দেয়।
উক্ত সংবাদ প্রান্তির পর অধিনায়কের নির্দেশে ঝাউডাংগা বিশেষ ক্যাম্পের টহল কমান্ডার নায়েব সুবেদার এম এম কামরুজ্জামান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে।
এ সময় আভিযানিকদল সাতক্ষীরা শহর হতে সীমান্ত এলাকায় যাওয়ার সময় সন্দেহভাজন বাংলাদেশী লাগরিক মোঃ সোহেল উদ্দিন (৫৫), পিতাঃ মোঃ হামেজ উদ্দিন, গ্রামঃ আইসপাড়া, থানাঃ কলারোয়া ও জেলাঃ সাতক্ষীরা১টি ইজিবাইক এবং ২টি মোবাইলসহ আটক করে।
পরবর্তীতে আটককৃত ব্যক্তি ও ইজিবাইক তল্লাশী করে ইজিবাইকের সামলের ইষ্টিয়ারিং এর নিচের অংশে ফিটিং এবং স্কচটেপ দ্বারা পেঁচানো অবস্থায় ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয় যার ওজন ১ কেজি ৮০০ গ্রাম। আটককৃত স্বর্ণ ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য দুই কোটি পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার দুইশত টাকা।
স্বর্ণেরবার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে পরিবহন ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করতঃ স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামীকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।