সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরার ফিংড়িতে বসত বাড়ির গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৪
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:০১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ৩১ বার পড়া হয়েছে
- শাহীন আলম সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের বসোত বাড়ির গাছকে কেন্দ্র করে একই পরিবারের ৪ জনকে বেধম মারপিটের অভিযোগ পাওয়া গেছে, এব্যাপারে হাবাসপুর গ্রামের হচেন আলী সরদার এর পুত্র নুর ইসলাম বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একই এলাকার জেহের আলীর পুত্র আব্দুস সালাম , আব্দুল কুদ্দুস , কন্যা সোনামনি, স্ত্রী কালিমা , পুত্র বধু পারুমা ও হালিমা খাতুন দের নামে একটি অভিযোগ দায়ের করেন, তথ্য অনুসন্ধানের জানা গেছে গত ৮ নভেম্বর ২০২৪ ইং তারিখে দুপুর ২ টার সময় ফিংড়ি ইউনিয়নের হাবাসপুর গ্রামের হচেন আলী সরদার এর বসোত বাড়ির গাছকে কেন্দ্র করে পুর্বের শত্রুতার জের ধরে বিবাদী পক্ষ দলবদ্ধভাবে লোহার রড,শাবল ,বাঁশের লাঠি নিয়ে বেআইনী বাড়ির মধ্যে প্রবেশ করে,হচেন আলীর স্ত্রী নুর জাহান পুত্র নুর ইসলাম কে এলপাতাড়ি ভাবে মারপিট করে রক্তাক্ত জখম করে, পুত্র বধু স্বপ্না পারভীন কে এলপাতাড়ি ভাবে মারপিট করে রক্তাক্ত জখম করে , শ্লীলতাহানি করে ও হত্যার উদ্দেশ্যে মাথায় রড দিয়ে আঘাত করলে গুরুতর জখম হয়, নুর ইসলামের দ্বিতীয়শ্রেণীর স্কুল পড়ুয়া শিশু কন্যা রাবেয়া বসরীকে মারপিট করে রক্তাক্ত জখম করে ও মাথায় দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে , স্থানীয়রা তাদের তৎক্ষনিক উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে, কর্তব্যরত ডাক্তার শিশু কন্যা রাবেয়া বসরীকে মাথায় ৯ টি সেলাই দেয় ,আর স্বপ্না পারভীন কে মাথায় ৩ টি সেলাই দেয়, হাসপাতালে চিকিৎসাধীন শেষে আজ ১০ নভেম্বর ২০২৪ ইং তারিখে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা ২৫০ শয্য মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়,
এবিষয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তার নিকট দাবি দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ।