সাংবাদিক
- আপডেট সময় : ১২:১১:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩ ২০০ বার পড়া হয়েছে
সাংবাদিকতা পৃথিবীর সবচাইতে ঝুঁকিপূর্ণ ও সম্মানজনক পেশা।সাংবাদিকদের পিছে অবৈধভাবে লাগা বাদ দিন।একজন ছেলে যখন সাংবাদিকতা পেশা বেছে নেয় ,তখন সে ও তার পরিবার জানে সত্য সংবাদ প্রকাশ করলে যেকোনে সময় হামলা-মামলা ও হত্যার শিকার হওয়া লাগতে পারে।
অতএব অবৈধ কাজ করে কেউ সাংবাদিকদের হামলা মামলা ও হত্যার ভয় দেখাবেন না।মনে রাখবেন আপনি সরকারি চাকরি করেন আপনার চাকরির মেয়াদ ৩০ বছর।
আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপনার মেয়াদ ৫ বছর।
আপনি এমপি আপনার মেয়াদ ৫ বছর, যদি এলাকার উন্নয়নে ভালো কাজ করেন ,তাহলে দল আপনাকে আবারো মনোনয়ন দিতে পারে তাও সারা জীবনের জন্য নয়।
একজন সাংবাদিক যদি সততার সাথে কাজ করে, ও তার কর্মরত সংবাদপত্র বা টেলিভিশনের মালিকের সাথে একটু যদি সুসম্পর্ক থাকে, মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে যদি সুস্থ রাখে।
তাহলে কবরে যাওয়ার আগের দিন পর্যন্ত সাংবাদিকতা করে যেতে পারবে।