মেল্লেক পাড়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ৮দলীয় গাদন খেলা অনুষ্ঠিত

- আপডেট সময় : ১০:১৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫ ৫১ বার পড়া হয়েছে
জি এম আমিনুল হক:আধুনিক সভ্যতা ও প্রযুক্তির ছোঁয়ায় হারিয়ে যাওয়া গ্রাম বাংলার হারানো ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরে মাদক থেকে যুবসমাজকে দুরে রেখে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের মেল্লেক পাড়া গ্রামে সোমবার ২০ জানুয়ারি সন্ধ্যার পরে অনুষ্ঠিত হয়ে গেল বিলুপ্তপ্রায় ৮ দলীয় নকআউট গাদনদাড়ীয়া খেলা।
মেল্লেক পাড়া যুব সংঘের আয়োজনে ও রেফারি আব্দুল্লাহ আল-মামুনের পরিচালনায় গ্রাম-বাংলার হারানো ঐতিহ্যবাহী গাদনদাড়ীয়া খেলায় টানটান উত্তেজনার মধ্যে দিয়ে বিপুলসংখ্যক উৎসুক দর্শকের মুর্হমুহ করতালির মাধ্যমে খেলাটি উপভোগ করতে দেখা যায়। এতে অংশ গ্রহণ করেন কেশবপুর যুব সংঘ, বাটরা যুব সংঘ, কাশেম পুর যুব সংঘ, মেল্লেক পাড়া যুব সংঘ, বালিথা যুব সংঘ, জাহানাবাজ যুব সংঘ এবং মেল্লেক পাড়া ছোট দল অংশ গ্রহণ করে।
আবহমান বাংলার ঐতিহ্যবাহী এই আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল ভিন্ন মাত্রার উৎসবের আমেজ।
এ খেলা দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন দর্শকরা।
সমাজকে মাদকের ভয়াল থাবা মুক্ত করে খেলাধূলায় উৎসাহিত করার পাশাপাশি অন্যায় অপরাধ দূর করতে আর হারানো ঐতিহ্য ধরে রাখতেই এই গাদনদাড়ীয়া খেলার আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। সাবেক ইউপি সদস্য খুরশিদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান মুকুল, প্রফেসর শেখ আব্দুল ওয়াদুদ, মিলন হোসেন, উজ্জ্বল হোসেন, সাবেক ইউপি সদস্য মোঃ শামছুর রহমানসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।এতে চ্যাম্পিয়ন দলকে ৮ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ৬ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।