প্রেম ও প্রকৃতি নিয়ে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান
- আপডেট সময় : ০৩:৫৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২ ৩৯৩ বার পড়া হয়েছে
প্রেম ও প্রকৃতিকে মূল উপপাদ্য করে ভ্যাংকুভারে বসবাসরত বাংলাভাষী শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
রোববার সাংস্কৃতিক সংগঠন ‘প্রবাস বাংলা’র উদ্যোগে সারে আর্টস সেন্টারে এ অনুষ্ঠান হয়।
প্রসঙ্গত ভ্যাংকুভারে বসবাসরত বাংলাদেশ ও ভারতের বাংলাভাষীদের সংস্কৃতি, ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে ২০০৪ সালে যাত্রা শুরু করে প্রবাস বাংলা। নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং সুস্থ সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিয়ে যাওয়াই এ সংগঠনের অন্যতম লক্ষ্য।
দেশাত্মবোধক সমবেত সংগীত দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর একে একে শিল্পীরা একক সংগীত, আবৃত্তি ও নাচ পরিবেশন করেন।
এতে অংশ নেন- সুচিতা নাহিদ ইসলাম, মিরা মেহজাবিন আরশি, মাইকেল দিপায়ন মিত্র, অনন্যা শিলা শামসুদ্দীন, রুথমিলা কাশেম আয়ুশী, ম্যাডেনা ঘোষাল, সুস্মিতা দাশ দত্ত, সুদীপ মুখার্জী, সুশ্বেতা ব্যানার্জী, দ্বিপায়ন গুপ্ত, বিপুল কামাল, শুভময় দাসগুপ্ত, অনিন্দ্য লাল রায়, মিশেল মিত্র, রিতম চক্রবর্তী, শায়ক রয়, স্বর্ণাভ চক্রবর্তী প্রমুখ।
মিশেল মিত্র ও রিতম চক্রবর্তীর উপস্থাপনায় অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সৈকত ঘোষাল। শিল্পীদের ভিন্নধর্মী পরিবেশনায় পুরো অনুষ্ঠানটি দর্শকদের মুগ্ধ করে।