কালিগঞ্জের বিভিন্ন হাট-বাজারে সরকার নির্ধারিত মূল্য পন্য ক্রয় বিক্রয় এ প্রশাসনের বাজার মনিটরিং
- আপডেট সময় : ১০:২৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ ১১৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর,মৌতলা সহ বিভিন্ন হাট-বাজারে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে
অভিযান চালিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১ টা থেকে তিনি মৌতলা পাইকারী বাজার এবং কৃষ্ণনগর বাজারে মনিটরিং করেন।
এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি আজহার আলী মুল্যতালিকা দৃশ্যমান না রাখায় সকল মুদি দোকানী ও কাঁচামাল বিক্রেতাগণকে সতর্ক করেন। অভিযান পরিচালনাকালে সরকার ঘোষিত খুচরা মূল্যে আলু ৩৫, পেঁয়াজ ৬৫ টাকায় সহ বিভিন্ন পন্য নির্ধারিত মূল্য বিক্রি হচ্ছে কিনা তাহা যাচাই করেন ।
তিনি ব্যবসায়ীদেরকে সতর্ক করে বলেন আগামী দিনে সরকার নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী পন্য বিক্রি এবং মূল্য তালিকা দৃশ্যমান না রাখলে গোপনে মনিটরিং করে যদি কোন মালামাল নির্দিষ্ট মূল্যের চেয়ে অধিক দামে বিক্রি করার প্রমান মিলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হবে। নির্ধারিত বাজার মূল্যে পন্য বিক্রি নিশ্চিত করতে বাজার মনিটরিং অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।
তিনি সাধারণ ক্রেতা, বিক্রেতা,জন প্রতিনিধি ও সর্বস্তরের জনগনকে সচেতন ও সরকার নির্ধারিত মূল্য পন্য ক্রয় বিক্রয়ে সহযোগীতা করার জন্য আহবান জানান। মনিটরিংকালে জয়পত্রকাটি ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা জালাল উদ্দীন, জন প্রতিনিধি, কৃষ্ণনগর ও মৌতলা বাজার কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।