স্বাধীনতা দিবসে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

- আপডেট সময় : ০৯:৫৮:১১ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫ ১০ বার পড়া হয়েছে
মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা প্রতিনিধি : স্বাধীনতা দিবস উপলক্ষে তারেক রহমানের পক্ষ থেকে সাতক্ষীরা শহরের ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে শহর ছাত্রদল।
বুধবার (২৬ মার্চ) শহর ছাত্রদলের উদ্যোগে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়, যেখানে অসহায় ও দুস্থ মানুষের হাতে ঈদের আনন্দ পৌঁছে দেওয়া হয়।
শহর ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ শাহিন ইসলামের নেতৃত্বে এ উপহার বিতরণ করা হয়। তিনি বলেন, “স্বাধীনতা দিবস আমাদের গৌরবের দিন। এদিনে আমরা মুক্তিযুদ্ধের চেতনা স্মরণ করে মানুষের পাশে দাঁড়াতে চাই। তারেক রহমানের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর। ঈদের আনন্দ সকলের জন্য—এই বিশ্বাস থেকেই আমাদের এই উদ্যোগ।”
এসময় উপস্থিত ছিলেন শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন কুরাইশী, ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ, সাতক্ষীরা সদর থানা ছাত্রদলের সদস্য সাইফুল ইসলাম, পৌর ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাদিম হোসেন, সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ আসলাম ইসলাম, আহসানিয়া মিশন মাদ্রাসা ছাত্রদলের হাফেজ আমিনুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আবির হোসেন ও নাঈম ইসলাম, সাতক্ষীরা দিবা নৈশ কলেজ ছাত্রদলের তামিম রশিদ ও ওমর ফারুক, এবং সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের লিখন।
উপস্থিত নেতৃবৃন্দ বলেন, শহর ছাত্রদল সবসময় জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাবে।