সাতক্ষীরার ঐতিহ্যবাহী মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্টে পরিবেশগত ও নিরাপত্তা জনিত কোন ত্রুটি নেই।

- আপডেট সময় : ১১:৩৩:৪০ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪ ৬৫৬ বার পড়া হয়েছে
সাতক্ষীরা কণ্ঠ ডেক্স :সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্র বাইপাস সংলগ্ন রইচপুর এলাকায় অবস্থিত মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্ট।সাতক্ষীরার বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মন্টু সাহেবের বাগান বাড়ি হিসেবে সর্বজন স্বীকৃত।
সমগ্র বাংলাদেশসহ বিশ্বের বহু দেশের পর্যটকরা এই রিসোর্টে ঘুরতে আসেন প্রতি বছর। মনোমুগ্ধকর পরিবেশ ও পরিচ্ছন্ন আবাসন সুবিধা থাকায় দূর-দূরান্ত থেকে ভ্রমণ পিপাসুদের পছন্দের তালিকায় শীর্ষে সাতক্ষীরা মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্ট।এখানে অনৈতিক কোন কার্যক্রম নেই ।
সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান।নিরাপত্তা জনিত কোন ত্রুটি নেই।আনন্দ-বিনোদনের জন্য প্রতিদিন বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা ভীড় জমায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত।পার্কের মধ্যে থাকা ও খাওয়ার সুব্যবস্থা রয়েছে। আছে রেস্তোরা ও দেশি-বিদেশি পশু-পাখিদের সমারোহ।ধর্মপ্রাণ মুসলমানদের জন্য রয়েছে নামাজের জায়গা।
বন্ধু-বান্ধব ও পরিবার পরিজনদের নিয়ে স্বল্প খরচে ঘোরাঘুরি করার মত একটা সুন্দর ও পছন্দের বিন্দুতে পরিণত হয়েছে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্ট ।একটি কুচক্রী মহল এই সুনাম নষ্ট করার লক্ষ্যে ভুল ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এই রিসোর্টে এ কোন রকমের অসামাজিক কার্যকলাপ ঘুরতে দেওয়া হয় না। সর্বক্ষণিক নিরাপত্তা দিয়ে বেষ্টিত থাকে এই রিসেটটি। দীর্ঘ 2৮ বছর সুনামের সহিত পরিচালিত হচ্ছে, যার মাধ্যমে সাতক্ষীরার পরিচিতি সমগ্র দেশব্যাপী। টিকিট মূল্য ৫০ টাকা মাত্র।
সাতক্ষীরার বিনোদনের কেন্দ্রবিন্দু মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্ট এর পরিবেশগত ও নিরাপত্তা জনিত কোন ত্রুটি নাই।