সাতক্ষীরায় শিশুদের সুরক্ষা বিষয়ক কর্মশালা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
![](https://dailysatkhirakontho.com/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় : ১০:০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরায় শিশুদের সুরক্ষা বিষয়ক কর্মশালা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ৮ জানুয়ারী শনিবার বিকাল চারটায় অনুষ্ঠিত ব্রিফিংয়ে নিউইয়ার্ক ভিত্তিক সংগঠন সিনারগোস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এষা হোসেন গণমাধ্যমকে জানান, ৫টি জেলার দায়িত্বশীল ৩০ জন ব্যাক্তি এ আয়োজনে অংশগ্রহণ করেছেন।
এই আয়োজন উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহবুবা আক্তার।
সাতক্ষীরার মোজাফফার গার্ডেনের ওয়াটার কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালা ও ব্রিফিংয়ে এষা হোসেন জানান, সাতক্ষীরাসহ ৫টি জেলা পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে সাতার শেখানো, শিশু যত্নকেন্দ্র এরমধ্যে অন্যতম। ৪৫ টি উপজেলায় ৩ লাখ ৬০ হাজার শিশুকে এ পর্যন্ত সাতার শেখানোর আওতায় আনা হয়েছে।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সিনারগোস প্রোগ্রাম ম্যানেজার এম রিজওয়ান খান, মোর্শেদ খান চৌধুরী, গণমাধ্যম বিষয়ক বেসরকারি সংগঠন সমষ্টি’র প্রোগাম কো-অর্ডিনেটর জাহিদুল হক খান, খুলনা বিভাগীয় কো-অর্ডিনেটর শরীফুল্লাহ কায়সার সুমন।
শুক্রবার থেকে চলা এই কর্মশালা শেষ হবে সোমবার। সিনারগোজ ইন্টারন্যাশনাল, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আইসিবিসি প্রকল্প,বাংলাদেশ শিশু একাডেমি, বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক (বেন), ব্র্যাক, সিআইপিআরবি, আইডাব্লিউএফ, উত্তরণ, পদেক্ষেপ ও গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংগঠন সমস্টি ফাউন্ডেশন এর দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।