সাতক্ষীরায় মহান বিজয় দিবস পালিত

- আপডেট সময় : ০২:৪৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে
সাতক্ষীরা কন্ঠ ডেক্স: সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় ও গভীর শ্রদ্ধায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। আজ ১৬ ডিসেম্বর, বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। এরপর শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শহীদ মিনারে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রথম পর্বের শ্রদ্ধাঞ্জলি শেষে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি পুলিশের পক্ষ থেকে রাষ্ট্রীয় সালাম জানানো হয়। দিনব্যাপী আয়োজনে অন্তর্ভুক্ত ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মসজিদ-মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, হাসপাতাল, জেলখানা, এতিমখানা ও ভবঘুরে প্রতিষ্ঠানগুলোতে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা।
জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। এদিকে শহরের প্রধান সড়ক ও স্থাপনায় করা হয়েছে আলোকসজ্জা।
মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচি স্মরণ করিয়ে দেয় জাতির গৌরবময় অতীত ও মুক্তিযুদ্ধের চেতনা। ১৯৭১ সালের ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর এই দিনে অর্জিত স্বাধীনতা বাঙালি জাতির জন্য অমর স্মৃতি হয়ে থাকবে।