বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে কালিগঞ্জ উপজেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৮:৫৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫ ৯ বার পড়া হয়েছে
কালিগঞ্জ(সাতক্ষীরা)প্রতিনিধি: বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রাজনৈতিক ব্যক্তিত্ব, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুধিজন সহ ৩ শতাধিক বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে সোমবার (২৪ মার্চ) বিকাল ৫ টায় কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা লেয়াকাত আলীর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বিগত সময়ে দেশে কথা বলার সুযোগ ছিলনা, আমাদেরকে বন্দি দশায় জীবন জাপন করতে হয়েছে, আমাদের পরিবারের উপর জুলুম করা হয়েছে। রাজনৈতিক এবং ধর্মীয় পার্থক্য ও মতবিরোধ থাকবে কিন্তু এ দেশটা আমাদের সবার, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানটিতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
এছাড়া বক্তব্য রাখেন দক্ষিণ শ্রিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ দিদারুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি সাইফুল বারি সফু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কালিগঞ্জ উপজেলা আহবায়ক মো: আমির হামজা প্রমুখ। দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি করা হয়।