ডিবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে নারী শিক্ষিকা লাঞ্চিত: আজ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

- আপডেট সময় : ০৯:৪৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫ ১৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি: ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান মুকুলের বিরুদ্ধে এক নারী শিক্ষিকাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারিরীক ভাবে লাঞ্চিত করার অভিযোগে এলাকায় তোলপাড়। এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান মুকুল ৫ মার্চ বুধবার সকালে একই বিদ্যালয়ের (আইসিটি) নারী শিক্ষিকা আকলিমা খাতুনকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিক ভাবে লাঞ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন ওই ভুক্তভোগী শিক্ষিকা আকলিমা খাতুন।প্রধান শিক্ষক কতৃক অত্যন্ত জনপ্রিয় ও শিক্ষার্থী বান্ধব আইসিটি শিক্ষিকা আকলিমা খাতুনকে গালিগালাজ ও শারীরিক ভাবে লাঞ্চিত করার ঘটনায় এলাকাবাসীসহ ছাত্র ছাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। এঘটনায় আজ বৃহস্পতিবার সকালে ব্রহ্মরাজপুর বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে একটি নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে।