কৃষ্ণনগরে ডাক্তার লাইভ এজেন্ট টিমের পরিচালনায় টেলিমেডিসিন সেবা প্রদান

- আপডেট সময় : ১২:৪৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫ ৩২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে ডাক্তার লাইভ এজেন্ট টিমের পরিচালনায় টেলিমেডিসিন সেবা প্রদান করা হয়েছে। উপজেলা পাইলট প্রকল্পের অধীনে ও অর্ণব হিট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সেলিম শাহরিয়ারের বাস্তবায়নে এবং কৃষ্ণনগর ডাক্তার লাইভ এজেন্ট টিমের পরিচালনায় টেলিমেডিসিন বা ভিডিও কলে এ সেবা প্রদান করা হয়েছে। এই প্রকল্পের আওতায় ভিডিও কলে রোগীরা বাসায় বসে স্বনামধন্য চিকিৎসকদের থেকে স্বল্প সময়ে অল্প মূল্যে স্বাস্থ্য সেবা নিতে পেরে বেশ খুশি হয়েছে।
প্রকল্পটির মাধ্যমে শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৯ টা থেকে রাত্র ৮ টা পর্যন্ত উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে। ক্যাম্প থেকে স্বাস্থ্য সেবা গ্রহণকারী আলাউদ্দিন সহ বেশ কয়েকজনের সাথে কথা বললে তারা বলেন সময় ও পরিশ্রম দুটোই কম হচ্ছে এবং স্বল্প সময়ে ব্যবস্থাপত্র নিয়ে নিকটস্থ যে কোন ফার্মেসি থেকে ঔষধ কিনে নিতে পারছি প্রযুক্তির সহায়তায় এমন সেবা সত্যিই চমৎকার। নির্বাহী পরিচালক সেলিম শাহরিয়ার জানান মেডিকেল ক্যাম্পে প্রতিষ্ঠিত হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারগণ অনলাইনের মাধ্যমে স্বাস্থ্য সেবা দিয়েছেন। ইউনিয়নটির জননী মেডিকেল হল, তাসকিয়া ফার্মেসী ও জামিলা ফার্মেসীর ভ্রাম্যমাণ ক্যাম্প থেকে প্রায় তিন শতাধিক রুগী স্বাস্থ্য সেবা এবং ব্যবস্থাপত্র গ্রহন করেছেন । দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্য সেবা পরিচালনায় নিয়োজিত ছিলেন, ডাক্তার লাইফ এজেন্ট চাম্পাফুল টিম লিডার সাদী হাসান, ডাক্তার লাইভ এজেন্ট কৃষ্ণনগর টিম লিডার গ্রাম্য ডাক্তার সালাউদ্দীন, নাছির উল্লাহ, ফার্মাসিস্ট নুর আহাম্মদ, শাহজালাল, নূর মোহাম্মদ, ফার্মাসিস্ট মাহমুদুল হাসান, ফার্মাসিস্ট ইসরাফিল হোসেন প্রমুখ।