জামায়াতে ইসলামী কৃষ্ণনগর ইউনিয়ন পেশাজীবি বিভাগের কমিটি গঠন
- আপডেট সময় : ১০:৫৫:১২ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী কৃষ্ণনগর ইউনিয়ন পেশাজীবি বিভাগের কমিটি গঠন করা হয়েছে। সোমবার, ৩ ফেব্রুয়ারি বিকাল ৪ টায় কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কৃষ্ণনগর ইউনিয়ন শাখার আমীর মুহাম্মদ ইব্রাহিম বাহারী তিনি ২০২৫-২০২৬ সেসনের জন্য মাওলানা মোস্তফা ইউসুফ আলম কে সভাপতি ও মাওলানা মো. হাবিবুর রহমান কে সেক্রেটারি করে ৬ সদস্য বিশিষ্ট ইউনিয়ন পেশাজীবি বিভাগের কমিটি ঘোষণা করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি -মাস্টার হাবিবুর রহমান, বাইতুলমাল সম্পাদক-সাজ্জাদ হুসাইন, সাংগঠনিক সম্পাদক-মাস্টার
মো.আসাদুজ্জামান, অফিস সম্পাদক -আবু হাসান। অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন সেক্রেটারী অধ্যাপক জামাল ফারুক এছাড়া সংগঠনটির ইউনিয়ন ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।