বালিথার শিশু ধর্ষক আব্দুল্লাহ সরদার ভারতে পালিয়ে যাওয়ার সময় ভোমরা থেকে পুলিশের হাতে আটক
- আপডেট সময় : ০৯:০৯:০১ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে
জি এম আমিনুল হক: প্রাক প্রাথমিক বিদ্যালয়ের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার আসামী মাদ্রাসা ছাত্র ও স্থানীয় মসজিদের ইমাম আব্দুল্লাহ সরদারকে গ্রেপ্তার করেছে সাতক্ষীরা সদর থানার পুলিশ।২ ফেব্রুয়ারী রবিবার বিকেলে ভারতে পালিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে ভোমরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ সাতক্ষীরা সদরের জিফুলবাড়িয়া কামিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র এবং বালুইগাছা মসজিদের ইমাম ও বালিথা পূর্বপাড়ার আনারউদ্দিনের ছেলে।
মামলার তদন্তকারি কর্মকর্তা সদর থানার উপ পরিদর্শক শাকিল আহম্মেদ জানান, গত ২৬ জানুয়ারী রবিবার দুপুর সাড়ে১১টার দিকে বিস্কুট খাওয়ার প্রলোভন দেখিয়ে আব্দুল্লাহ সরদার (২১) তার প্রতিবেশি ভাইঝি ৫ বছরের শিশুকে নিজের ঘরে ডেকে নিয়ে হাত ও পা বেঁধে মুখে কাপড় গুজে ধর্ষণ করে পালিয়ে যায়। ওইদিন বিকেলে ওই শিশুকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পরদিন শিশুটির মা বাদি হয়ে আব্দুল্লাহর নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন আইনের ২০০০ সালের সংশোধিত ২০০৩ এর ৯(১) ধারায় থানায় মামলা দায়ের করেন। আসামী গ্রেপ্তার না হওয়ায় ৩১ জানুয়ারি বিকেলে স্থানীয় গ্রামবাসি আব্দুল্লাহকে গ্রেপ্তারের দাবিতে বালিথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মানববন্ধন করে। একপর্যায়ে রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভারতে পালিয়ে যাওয়ার সময় ভোমরা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শাকিল জোয়ার্দ্দার।
তাকে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।সম্প্রতি বালিথায় শিশুর যৌন নিপিড়নের ঘটনায় ধর্ষক আব্দুল্লাহ কে গ্রেফতারের দাবীতে সাতক্ষীরা উত্তাল হয়ে ওঠে। পুলিশ তাকে আটক করতে দফায় দফায় বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আসছিল। তাকে আটক করায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে এলাকাবাসী জানিয়েছেন।