আশাশুনির শোভনালী ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৫৩:১২ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরা আশাশুনির শোভনালী ইউনিয়ন বিএনপি’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার ২ ফেব্রুয়ারি বিকাল ৩টায় উপজেলার শোভনালী ইউনিয়নের বাঁকড়া ইউনাইটেড ক্লাবের সামনে ফুটবল মাঠে ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আহসান হাবিবের সভাপতিত্বে ও সদস্য সচিব জুলফিকার আলী ভুট্টোর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মশিউল হুদা তুহিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক শেখ আব্দুর রশিদ, আব্দুল আলিম, রবিউল আওয়াল ছোট, আজাহারুল ইসলাম ছোট, আশাশুনি সদর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা জাকির হোসেন প্রিন্স, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আছাদুজ্জামান আছাদ, যুগ্ম-আহবায়ক মোস্তাফিজুর রহমান, মুজিবর রহমান, শহিদুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ।
কর্মী সম্মেলনে প্রধান বক্তা মশিউল হুদা তুহিন জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আজকের সম্মেলনের কথা থাকলেও তা স্থগিত করে কর্মী সম্মেলন করা হলো। সাথে সাথে আগামী নির্দেশনা না পাওয়া পর্যন্ত সকল সম্মেলনের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হল।