পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে চাচাই মানবিক ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

- আপডেট সময় : ১১:৩০:১৬ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫ ১৮ বার পড়া হয়েছে
শিমুল হোসেন কালিগঞ্জ:পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ইউনিয়নের চাঁচাই মানবিক ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ৩০টি পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।রবিবার (২ মার্চ ) শতাধিক পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে-চিনি ৫০০ গ্রাম, চিড়া ৫০০ গ্রাম,মুড়ি ৫০০ গ্রাম,টোচ ৫০০ গ্রাম,খেজুর ৫০০ গ্রাম,ছোলা ৫০০ গ্রাম ইত্যাদি।প্রতি বছর ফাউন্ডেশন এ ধরনের মহতি কার্যক্রম চালিয়ে যাবে।রমজানের মাসে রোজাদাররা সেহরী ও ইফতার করতে পারে সেই লক্ষ্যে অসহায় পরিবারের মাঝে একটু হাসি ফুটাতে এই উপহার সামগ্রী বিতরণ করা হয় এবং ফাউন্ডেশনের লক্ষ্যই হচ্ছে দরিদ্র পরিবারের মুখে হাসি ফুঁটানো।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,চাচাই মানবিক ঐক্য ফাউন্ডেশন প্রধান উপদেষ্টা ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, এর সফর সঙ্গী জেলা তাঁতি দলের যুগ্ন আহবায়ক মাহমুদ মোস্তফা, উপজেলা তরুণ দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম।চাচাই মানবিক ফাউন্ডেশন এর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আরিফুল ইসলাম,সাধারণ সম্পাদক ও উপজেলা তরুণ দলের সাধারণ সম্পাদক আলতাপ হোসেন,প্রচার সম্পাদক মোঃ আরাফাত হোসেন,আরো উপস্থিত ছিলেন ইদ্রিস আলী,আমিনুর রহমান, নাজমুল হোসেন,উত্তম কুমার শীল,আব্দুর রব, মোহাম্মদ রাহান হোসেন (সুমন), আশরাফুল হোসেন,মোহাম্মদ আরিফ হাসান সবুজ প্রমুখ।সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় চাচাই মানবিক ঐক্য ফাউন্ডেশনের প্রবাসী বিষয়ক সম্পাদক জি এম শারাফাত হোসেন।