ধুলিহরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) কওমিয়া ও ক্যাডেট স্কীম মাদ্রাসা শুভ উদ্বোধন।
- আপডেট সময় : ১২:১৯:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ ২৪ বার পড়া হয়েছে
জি এম আমিনুল হক:সাতক্ষীরা সদর উপজেলা ধুলিহর পূর্বপাড়া মানিকতলা জামে মসজিদের দ্বিতীয় তলায় ৩০ ডিসেম্বর সোমবার বাদ এশা দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) কওমিয়া ও ক্যাডেট স্কীম মাদ্রাসা শুভ উদ্বোধন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপদেষ্টা আলহাজ্ব মো. আরশাদ আলী থান্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স. ম. আব্দুর রউফ কমপ্লেক্সের হাফেজ মাও. আরিফ বিল্লাহ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধুলিহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাও. আশরাফুজ্জামান (খোকন মাস্টার), ইউপি সদস্য মোঃ আনিছুর রহমান (আনিছ), বি ডি এফ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও অত্র জামে মসজিদের সাধারণ সম্পাদক এম এম জয়নাল প্রমূখ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সমগ্র দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হোমিও চিকিৎসক মো. ইবাদুল ইসলাম।