সাতক্ষীরা ০৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক চেয়ারম্যান আবু হেনা শাকিল গ্রেফতার দামারপোতায় মাছ ধরাকে কেন্দ্র করে ধ্বস্তাধস্তির ঘটনায় থানায় ধর্ষনের চেষ্টার অভিযোগ করায় এলাকায় তোলপাড়  সাতক্ষীরা সেনাকর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করে অর্থ আত্মসাৎ এর অভিযোগ মাজহারুল ইসলাম নয়নের বিরুদ্ধে সাতক্ষীরা মিডিয়া সেন্টারের কমিটি গঠিত। সভাপতি শেখ হাসান গফুর, সাধারন সম্পাদক এম ইদ্রিস আলী সাতক্ষীরায় দুইশ কোটি টাকার টেন্ডার তছরুপ : বদলির পরেও দিনরাত অফিসে, নথি গায়েবের অভিযোগ ১৫ বছরে সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করেছে: অ্যাটর্নি জেনারেল কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন সাতক্ষীরা জেলা বি এন পির আহবায়ক রহমত উল্লাহ পলাশ সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আশাশুনি উপজেলা জামায়াতের দোয়া ও আলোচনা সভা

রাস্তার অবস্থা এতটাই খারাপ পথেই ডেলিভারি হয়ে যাবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪ ৯৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ সংসদ অধিবেশনের প্রথম দিনেই সাতক্ষীরা-২ সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু তার নিজ এলাকার দুরবস্থার কথা তুলে ধরলেন। নিজ নিজ এলাকার রাস্তাঘাটের দুরবস্থা নিয়ে আজ রোববার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দুজন সংসদ সদস্য। তাঁদের মধ্যে সাতক্ষীরা-২ আসনের (সাতক্ষীরা সদর) সংসদ সদস্য আশরাফুজ্জামান তাঁর নির্বাচনী এলাকার একটি সড়কের কথা উল্লেখ করে বলেন, অবস্থা এতটাই খারাপ যে কোনো অন্তঃসত্ত্বা নারী ওই রাস্তায় চলাচল করলে পথেই ‘ডেলিভারি’ (সন্তান প্রসব) হয়ে যাবে।

অন্যদিকে পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা বলেছেন, রাস্তাঘাটের খারাপ অবস্থার কারণে ভোট চাইতে গিয়ে তাঁকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল।

দ্বাদশ জাতীয় সংসদে আজ প্রথমবারের মতো প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

জাতীয় পার্টির দলীয় সংসদ সদস্য আশরাফুজ্জামান সম্পূরক প্রশ্নে নিজ এলাকার একটি সড়কের দুরবস্থার কথা তুলে ধরে বলেন, ডিজিটাল যুগেও যেন তাঁরা আদিম যুগে আছেন। সাতক্ষীরা শহরের পোস্ট অফিস মোড় থেকে ফুড অফিস, সমবায় অফিস, সাতক্ষীরা সরকারি কলেজসহ কয়েকটি প্রতিষ্ঠানে যেতে যে সড়ক ব্যবহার করতে হয়, তার দুরবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সড়কটি দিয়ে কোনো মানুষ যদি আসে, কোনো ডেলিভারি মহিলা আসে, রাস্তায় ডেলিভারি হয়ে যাবে।’ এর জবাবে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, যে রাস্তাগুলো অতীব জরুরি, যেখানে জনগণের চলাফেরায় সমস্যা হচ্ছে, সেসব রাস্তা সংস্কারের জন্য টাকা দ্রুত ছাড় করা হবে।

প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য এস এম শাহজাদা বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু অনেকগুলো কাজ অর্ধসমাপ্ত হয়ে আছে। এখন অবস্থাটা এমন হয়েছে যে রাস্তার কাজ না ধরলেই ভালো হতো। কাজগুলো থেমে থাকার বিষয়ে নির্বাহী প্রকৌশলীকে বারবার তাগাদা দেওয়ার পরও হচ্ছে না। নির্বাচনের সময় ভোট চাইতে গিয়ে অনেক বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল। তিনি এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

জবাবে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, করোনা মহামারি ও রাশিয়া–ইউক্রেন যুদ্ধের কারণে নির্মাণসামগ্রীর দাম অনেক গুণ বেড়েছে। এর ফলে ঠিকাদারেরা কাজ করতে অনীহা প্রকাশ করেছে। বাস্তবতা উপলব্ধি করে উপকরণের দাম বাড়ানো হয়। কিন্তু এর আগে যেসব ঠিকাদার কাজ করেছিলেন, তাঁদের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, যে কাজগুলো তাঁরা বাস্তবায়ন করবেন না, সেগুলো বাদ দিয়ে নতুন টেন্ডার (দরপত্র) করা হবে। এ প্রক্রিয়াটি করতে গিয়ে সময়ক্ষেপণ হচ্ছে বলে স্বীকার করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাস্তার অবস্থা এতটাই খারাপ পথেই ডেলিভারি হয়ে যাবে

আপডেট সময় : ০১:১১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ সংসদ অধিবেশনের প্রথম দিনেই সাতক্ষীরা-২ সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু তার নিজ এলাকার দুরবস্থার কথা তুলে ধরলেন। নিজ নিজ এলাকার রাস্তাঘাটের দুরবস্থা নিয়ে আজ রোববার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দুজন সংসদ সদস্য। তাঁদের মধ্যে সাতক্ষীরা-২ আসনের (সাতক্ষীরা সদর) সংসদ সদস্য আশরাফুজ্জামান তাঁর নির্বাচনী এলাকার একটি সড়কের কথা উল্লেখ করে বলেন, অবস্থা এতটাই খারাপ যে কোনো অন্তঃসত্ত্বা নারী ওই রাস্তায় চলাচল করলে পথেই ‘ডেলিভারি’ (সন্তান প্রসব) হয়ে যাবে।

অন্যদিকে পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা বলেছেন, রাস্তাঘাটের খারাপ অবস্থার কারণে ভোট চাইতে গিয়ে তাঁকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল।

দ্বাদশ জাতীয় সংসদে আজ প্রথমবারের মতো প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

জাতীয় পার্টির দলীয় সংসদ সদস্য আশরাফুজ্জামান সম্পূরক প্রশ্নে নিজ এলাকার একটি সড়কের দুরবস্থার কথা তুলে ধরে বলেন, ডিজিটাল যুগেও যেন তাঁরা আদিম যুগে আছেন। সাতক্ষীরা শহরের পোস্ট অফিস মোড় থেকে ফুড অফিস, সমবায় অফিস, সাতক্ষীরা সরকারি কলেজসহ কয়েকটি প্রতিষ্ঠানে যেতে যে সড়ক ব্যবহার করতে হয়, তার দুরবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সড়কটি দিয়ে কোনো মানুষ যদি আসে, কোনো ডেলিভারি মহিলা আসে, রাস্তায় ডেলিভারি হয়ে যাবে।’ এর জবাবে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, যে রাস্তাগুলো অতীব জরুরি, যেখানে জনগণের চলাফেরায় সমস্যা হচ্ছে, সেসব রাস্তা সংস্কারের জন্য টাকা দ্রুত ছাড় করা হবে।

প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য এস এম শাহজাদা বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু অনেকগুলো কাজ অর্ধসমাপ্ত হয়ে আছে। এখন অবস্থাটা এমন হয়েছে যে রাস্তার কাজ না ধরলেই ভালো হতো। কাজগুলো থেমে থাকার বিষয়ে নির্বাহী প্রকৌশলীকে বারবার তাগাদা দেওয়ার পরও হচ্ছে না। নির্বাচনের সময় ভোট চাইতে গিয়ে অনেক বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল। তিনি এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

জবাবে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, করোনা মহামারি ও রাশিয়া–ইউক্রেন যুদ্ধের কারণে নির্মাণসামগ্রীর দাম অনেক গুণ বেড়েছে। এর ফলে ঠিকাদারেরা কাজ করতে অনীহা প্রকাশ করেছে। বাস্তবতা উপলব্ধি করে উপকরণের দাম বাড়ানো হয়। কিন্তু এর আগে যেসব ঠিকাদার কাজ করেছিলেন, তাঁদের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, যে কাজগুলো তাঁরা বাস্তবায়ন করবেন না, সেগুলো বাদ দিয়ে নতুন টেন্ডার (দরপত্র) করা হবে। এ প্রক্রিয়াটি করতে গিয়ে সময়ক্ষেপণ হচ্ছে বলে স্বীকার করেন তিনি।