জেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- আপডেট সময় : ০৮:৫৯:২৯ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩ ১৫৭ বার পড়া হয়েছে
সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃসাতক্ষীরাতে জেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৩ ইং। আজ রোববার ৪ জুন ২৩ ইং সকালে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে ফিতা কেটে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমানউল্লাহ আল হাদী, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসু দেব বসু, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ জনাব আবুল কালাম আজাদ, জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসনে ইয়াসমিন করিমী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, সরকারি উচ্চবিদ্যালয়ের অধ্যক্ষ সমরেশ কুমার দাশ।
সর্বমোট ৪০টি শিক্ষা প্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী প্রজেক্ট নিয়ে স্টল দিয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকারি উচ্চবিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক গাজী মোমিন উদ্দিন।